কলকাতা: কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সঙ্কট। আজ সকালের পর থেকে উত্তর ও মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতার একাংশে বন্ধ পানীয় জল সরবরাহ। দক্ষিণ কলকাতার একাংশ, যেখানে যেখানে টালার ট্যাঙ্ক থেকে জল সরবরাহ হয়, সেখানেও আজ সকাল থেকে বন্ধ বন্ধ পানীয় জল সরবরাহ।


গত রবিবার টালার কাছে নীলমণি মিত্র রো-য়ে পানীয় জলের পাইপে ফাটল ধরা পড়ে। আজ থেকে শুরু হয়েছে ফাটল মেরামতির কাজ। তার জেরেই শহরের একটা বড় অংশে জল সরবরাহ করা যায়নি। এই মেরামতির কাজ চলবে রবিবার সকাল পর্যন্ত।

পুরসভা সূত্রে খবর, শনিবার সকালে জল সরবরাহ হলেও, দুপুর, বিকেল ও সন্ধেয় টালা ট্যাঙ্ক, জোড়াবাগান, মহম্মদ আলি পার্ক, বাগমারি, পার্ক সার্কাস, কসবা, নিউ পার্ক, চাউলপট্টিতে জল বন্ধ থাকবে। তা ছাড়াও সল্টলেক ও দক্ষিণ দমদম পুরসভা থেকে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। পুরসভা সূত্রে খবর, আগামীকাল সকাল থেকে ফের পানীয় জল সরবরাহ স্বাভাবিক করা হবে।