রাতভর বৃষ্টি, জল থই থই কলকাতা
ABP Ananda, web desk
Updated at:
06 Sep 2016 02:32 AM (IST)
কলকাতা: রাতভর বৃষ্টিতে জলমগ্ন মহানগর। জল জমেছে উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন জায়গায়। হসপিটাল রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, যাদবপুর, বাঁশদ্রোণী, বেহালার বিভিন্ন জায়গায় জল জমে আছে। জলমগ্ন বিধান সরণি, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া সহ উত্তর কলকাতার একাধিক এলাকা। পাশাপাশি, গাছ পড়ে শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাহত। গড়িয়াহাট মোড়ের কাছে গাছ পড়ে রাসবিহারী অ্যাভিনিউয়ের দুটি লেন বন্ধ। সোমবার গাছ উপড়ে পড়ে লেক মার্কেট, শরৎ বোস রোড, হরিশ মুখার্জি রোড সহ বিভিন্ন এলাকায়।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -