কলকাতা: সকাল থেকে মেঘমুক্ত আকাশ। সামান্য নামল পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। জেলায় আরও নামবে পারদ। পূর্বাভাস আবহাওয়া দফতরের। অন্যদিকে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়লেও, প্রভাব পড়বে না বাংলায়।
এর আগে আবহাওয়া দফতর জানিয়েছিল, বুধবার থেকে রাজ্যে জাঁকিয়ে শীত। সপ্তাহভর বজায় থাকবে শীতের আমেজ। রবিবার একদিনে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যায়। তারপরই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস দেয়, বুধবার থেকে জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে। আগামী ৪৮ ঘণ্টায় পারদ আরও নামবে পারদ। জেলাগুলিতে পারদ নামতে পারে ১৫ ডিগ্রির নীচে। এখন থেকেই পারদ পতন অনুভব করা যাচ্ছে উত্তুরে হাওয়ায়।


প্রতিবেদক : সঞ্চয়ন মিত্র,