কলকাতা: কলকাতার নতুন সিপি হচ্ছেন সৌমেন মিত্র। ভোটের আগে বদলাচ্ছে কলকাতার পুলিশ কমিশনার। অনুজ শর্মার জায়গায় নতুন সিপি হচ্ছেন সৌমেন মিত্র। একই পদে তিন বছর থাকলেই বদলি, জানালেন মুখ্যমন্ত্রী। অতীতে কমিশনের কোপে পড়া অফিসারদের আগেই বদলি। ভোটের কোনও কাজে সেই অফিসারদের ব্যবহার নয় ৷ সূত্র মারফত এমনটাই জানানো হয়েছে ৷


এডিজি-সিআইডি হচ্ছেন অনুজ শর্মা ৷ এডিজি আইনশৃঙ্খলা হতে পারেন জাভেদ শামিম ৷ ব্যারাকপুরের পুলিশ কমিশনার হতে পারেন অজয় নন্দ ৷ এডিজি-সিআইএফ হতে পারেন মনোজ ভর্মা ৷ বিধাননগরের পুলিশ কমিশনার বদলের সম্ভাবনা রয়েছে ৷ পাশাপাশি হাওড়ার পুলিশ কমিশনারের বদলের সম্ভাবনাও রয়েছে ৷ হাওড়ার পুলিশ কমিশনার হতে পারেন সি সুধাকর ৷ একই পদে ৩ বছর থাকলেই বদলি হবে ৷ বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷


রাজ্য এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনের কাছেও বার বার অভিযোগ জানাচ্ছেন বিরোধীরা ৷ কলকাতায় এসে অনুজ শর্মা এবং জ্ঞানবন্ত সিং-কে কড়া বার্তা দিয়েছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ মনে করা হচ্ছিল, রাজ্য সরকার আগে থেকে পুলিশের শীর্ষ স্তরে রদবদল না করলে ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনই এই পদক্ষেপ করত৷ সেই সুযোগ না দিয়ে আগেভাগেই রদবদল সেরে রাখল রাজ্য৷ যাতে কমিশনের তরফেও অভিযোগের সুযোগ না থাকে৷


প্রসঙ্গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগেও কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের জায়গায় সৌমেন মিত্রকে নগরপালের দায়িত্ব দেওয়া হয়েছিল৷ সৌমেন মিত্রের নেতৃত্বে যেভাবে কড়া হাতে ভোটের সময় দায়িত্ব পালন করেছিল কলকাতা পুলিশ, তা সব মহলেরই প্রশংসা কুড়িয়েছিল৷