কলকাতা:  শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের দূরত্ব নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই তৃণমূলের কাছে আসার জল্পনা উস্কে দিলেন কুণাল ঘোষ।


বৃহস্পতিবার দুপুরে আচমকাই তৃণমূল মহাসচিবের বাড়িতে হাজির হন সাসপেন্ডেড তৃণমূল সাংসদ। প্রায় একঘণ্টা দু’জনের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়। সূত্রের দাবি,  মুখ্যমন্ত্রী কেমন আছেন, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সেই খোঁজও নেন কুণাল।

এই প্রেক্ষিতে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি এভাবেই তৃণমূলের মূলস্রোতে ফিরতে চলেছেন কুণাল? জল্পনা উস্কে দিয়েছেন খোদ সাসপেন্ডেড সাংসদও।

পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বুঝিয়ে দিয়েছেন, কুণালের দলে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মহাসচিব এই সাক্ষাৎ প্রসঙ্গে বলেন, যদি কুণাল ঘোষ সক্রিয়ভাবে আসতে চান, মমতার অনুমোদন চাই। ও তো সেই ফোরামে যাইনি। কুণালের লেখা পছন্দ করি। দলের নির্দিষ্ট ফোরাম আছে। ফিরতে চাইলে নেত্রীকে বলবেন মনের কথা।

কয়েকদিন আগে নারকেলডাঙা থানা এলাকার বাইরে যাওয়ার অনুমতি পেয়ে সংসদে যান কুণাল ঘোষ। সেখানে তৃণমূলের বিক্ষোভে অংশ না নিলেও দীর্ঘক্ষণ সামনে দাঁড়িয়ে তা দেখেন।

পরে সংসদে দেখা করেন অন্য তৃণমূল সাংসদদের সঙ্গেও।

এবার তৃণমূল মহাসচিবের বাড়িতে তাঁদের রুদ্ধদ্বার বৈঠক নতুন করে জল্পনা উস্কে দিল কুণালের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে।