জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন কুণাল ঘোষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Oct 2016 12:30 PM (IST)
কলকাতা: অবশেষে প্রেসিডেন্সি জেল থেকে ছাড়া পেলেন সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত কুণাল ঘোষ। আজ সকাল সাড়ে দশটা নাগাদ কুণাল ঘোষের আত্মীয় এবং আইনজীবী প্রয়োজনীয় নথিপত্র নিয়ে প্রেসিডেন্সি জেলে আসেন। সকাল ১০.৪০ নাগাদ জেল থেকে বেরিয়ে আসেন কুণাল। প্রেসিডেন্সি জেল থেকে নারকেলডাঙা থানা এলাকায় বাড়িতে যান কুণাল। জামিনের শর্ত হিসেবে তাঁকে নারকেলডাঙা থানা এলাকার মধ্যেই থাকতে হবে। সারদাকাণ্ডে প্রায় ৩ বছর জেলবন্দি থাকার পর বুধবার তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট।