কলকাতা: বিচার প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলে আদালতেই আত্মহত্যার হুমকি দিলেন সারদাকাণ্ডে জেলবন্দি কুণাল ঘোষ।

সিবিআইয়ের হাতে সারদা তদন্ত সংক্রান্ত ৩টি সিডি তুলে দেওয়া নিয়ে কুণালের আবেদন মানতে অস্বীকার করাতেই এজলাসে ভেঙে পড়েন সাসপেন্ডেড তৃণমূল সাসংদ।

আদালতে দাঁড়িয়েই সিবিআই-র তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন আড়াই বছর ধরে সারদাকাণ্ডে জেল বন্দি কুণাল ঘোষ। এমনকী, হুমকি দেন আদালতেই একদিন আত্মহত্যা করবেন।

ঘটনাস্থল নগর দায়রা আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অরবিন্দ মিশ্র-র এজলাস। মঙ্গলবার দুপুরে শুনানির সময় আইনজীবীর হাত দিয়ে বিচারকের কাছে ৩টি সিডি দেন কুণাল। তাঁর দাবি, সিডিতে সারদা-মামলা সংক্রান্ত কিছু নথি ও ভিডিও ফুটেজ আছে। কুণালের দাবি, কোর্ট মারফত সিডিগুলি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক। তদন্তে অগ্রগতির জন্যই তিনি তথ্য দিতে চান।

আগেও একাধিকবার সারদাকাণ্ডে প্রত্যক্ষভাবে যুক্ত কয়েকজনের নাম ও তাঁদের সম্পর্কে তথ্য সিবিআইকে দিয়েছেন। কিন্তু ২০১৪ সালের অক্টোবর মাসে সিবিআই যে চার্জশিট দেয়, তাতে ওইসব তথ্যের প্রতিফলন ছিল না। তাই তিনি ফের কিছু তথ্য দিতে চান।

কিন্তু সিবিআইয়ের আইনজীবী বিরোধিতা করে বলেন, তদন্তকারী অফিসারের দায়িত্ব, তদন্তের জন্য প্রয়োজনীয় নথি, প্রমাণ, সাক্ষ্য ইত্যাদি জোগাড় করা। কাদের জেরা করা হবে, তাও তদন্তকারী অফিসারের নিজস্ব বিষয়। তাই কুণালের দেওয়া তথ্য প্রয়োজন নেই। তদন্ত প্রক্রিয়া শেষের পর যদি মনে হয়, তখন তিনি আদালতে এইসব তথ্য জানাবেন।

এরপরেই এজলাসে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন কুণাল। বলেন, আমি জেলে আটকে আছি, সিবিআই শুধুই বলে যাচ্ছে তদন্ত চলছে। তথ্য দিতে চাইলেও নিতে চাইছে না। বিচারের নামে প্রহসন হচ্ছে, ছেলেখেলা হচ্ছে। এভাবে চললে আমি একদিন আদালতেই আত্মহত্যা করব।

খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী আসে আদালত চত্বরে। এজলাস থেকে কোর্ট লক আপে নিয়ে যাওয়া হয় কুণাল ঘোষকে।

এই মামলার পরবর্তী শুনানির দিন ২৭ জুন।