দীপক ঘোষ, কলকাতা: নরেন্দ্র মোদিকে কুর্তা উপহার দেন মমতা বন্দ্যোপাধ্যায়! প্রধানমন্ত্রীর বাসভবনে অক্ষয় কুমারের নেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদির এই স্বীকারোক্তির পর রাজনৈতিক মহলে এ নিয়ে কম জলঘোলা হয়নি। বিশেষ করে বামেরা, ‘মোদি-মমতা বন্ধুত্ব’ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিঁধতে শুরু করেন। মহম্মদ সেলিমের মতো সিপিএম পলিটব্যুরো সদস্য ভোটপর্ব চলাকালীন নিয়ম করে মোদির বক্তব্য নিয়ে মমতাকে আক্রমণ শানাতেন। তাঁদের অনেকেরই প্রশ্ন ছিল, মোদির কুর্তার মাপ কী করে জানলেন মমতা?


এতদিন পর সেই প্রশ্নের উত্তর মিলল। সম্প্রতি জন্মদিন উপলক্ষে নরেন্দ্র মোদিকে ২টি কুর্তা উপহার দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। প্রশ্ন, বাংলার এই প্রখ্যাত ফ্যাশন ডিজাইনারই বা কার থেকে প্রধানমন্ত্রীর কুর্তার মাপ জানলেন? এই দুই ক্ষেত্রেই উত্তর একটাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নরেন্দ্র মোদিকে কুর্তা পাঠানো এবং অগ্নিমিত্রারও তাঁকে একই রকম উপহার দেওয়ার নেপথ্যে যাবতীয় মুশকিল আসান করেছেন কলকাতার প্রাক্তন মেয়র।



(তখনও তৃণমূলেই শোভন চট্টোপাধ্যায়)


শোভন চট্টোপাধ্যায় নরেন্দ্র মোদির কুর্তার মাপ জানেন। এখন প্রশ্ন, প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমানের ‘নিষ্ক্রিয়’ বিজেপি নেতা কীভাবে তা জোগাড় করলেন? সূত্রের খবর, নরেন্দ্র মোদিকে কুর্তা পাঠানোর ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন তাঁর প্রিয় কাননকেই। খোঁজ খবর নিয়ে শোভন জানতে পারেন, মুম্বইয়ের এক টেলর নরেন্দ্র মোদির কুর্তার যাবতীয় সব কিছু জানেন এবং সেখান থেকেই তৈরি হয় তাঁর পোশাক। তারপর কী ধরনের কাপড় হবে, কেমন হবে রঙ, সব জানিয়ে দেওয়া হয় মুম্বইয়ের সেই টেলরকে। তারপরই কুর্তা তৈরি হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সেটি পৌঁছে যায় মোদির কাছে। এবার সেই টেলরেরই খোঁজ নিয়ে নরেন্দ্র মোদির জন্য পোশাক বানান অগ্নিমিত্রা। এক্ষেত্রেও তাঁকে একই রকমভাবে সাহায্য করেছেন কলকাতার প্রাক্তন মেয়রই। সূত্রের খবর, জন্মদিন উপলক্ষ্যে নরেন্দ্র মোদিকে নিজে হাতে সেই পোশাক তুলে দেন অগ্নিমিত্রা।