কলকাতা: রাতের কলকাতায় চলন্ত গাড়িতে ২১ বছরের তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। মহেশতলার বাসিন্দা অভিযোগকারিণীর দাবি, গতকাল রাতে যাদবপুরে বান্ধবীর বাড়িতে জন্মদিনের পার্টি সেরে ফেরার পথে, গাড়িতে তাঁর শ্লীলতাহানি করে দুই বন্ধু। তরুণীর দাবি, তিনি কোনওমতে ভবানীপুর এলাকায় গাড়ি থেকে নেমে পড়েন। এরপর রাতেই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে পুলিশ।
রাতের কলকাতায় নারীরা কতটা নিরাপদ, সাম্প্রতিক অতীতে এই প্রশ্ন বারবার উঠেছে। পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ড থেকে শুরু করে বাইপাসের ওপর অভিষিক্তা আবাসনের কাছে যুবতীর শ্লীলতাহানি রুখতে গিয়ে মহিলার আক্রান্ত হওয়ার ঘটনা, তোলপাড় হয়েছে কলকাতা সহ গোটা রাজ্য। পুলিশ ও প্রশাসন থেকে বারবার পদক্ষেপ করা সহ একাধিক আশ্বাস দেওয়া হয়েছে। তবে ছবিটা যে তাতে পুরোপুরি পাল্টায়নি, মঙ্গলবার রাতের ঘটনা তার প্রমাণ।
অভিযোগকারিণী ওই তরুণীর দাবি, যে যুবকেরা তাঁর শ্লীলতাহানি করেছে, তাদের তিনি আগে থেকে চিনতেন না। অভিযুক্তরা তাঁর বন্ধুর পরিচিত। সংবাদমাধ্যমে ওই তরুণী বলেছেন, 'আমার এক বন্ধু ওর প্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। আমাকেও যাওয়ার জন্য অনুরোধ করে। আমি যেতে চাইনি। ওকে বলি তোরা যা, আমার শরীর খুব একটা ভাল নেই। পরে ও জোরাজুরি করে। বলে চল। গিয়ে পার্টি করব। তাই গিয়েছিলাম।' ওই তরুণী জানান, গাড়িতে তাঁর সঙ্গে তাঁর বয়ফ্রেন্ডও ছিল। তরুণীর কথায়, 'আমার বয়ফ্রেন্ড গাড়িতে সামনে বসেছিল। আমি ও আমার বন্ধু মাঝে বসেছিলাম। পিছনে ছিল ওর প্রেমিক ও আরও দুই বন্ধু। গাড়ি চলতে শুরু করলে ওর বন্ধুরা আমার সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করে। ওরা গাড়ি নিয়ে এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল। আমি কোনও মতে গাড়ি থেকে নামতে পারি।'
তরুণী যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত যুবকদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
কলকাতায় চলন্ত গাড়িতে তরুণীর শ্লীলতাহানি, অভিযোগ বন্ধুদের বিরুদ্ধেই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Dec 2020 12:02 PM (IST)
রাতের কলকাতায় চলন্ত গাড়িতে ২১ বছরের তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। মহেশতলার বাসিন্দা অভিযোগকারিণীর দাবি, গতকাল রাতে যাদবপুরে বান্ধবীর বাড়িতে জন্মদিনের পার্টি সেরে ফেরার পথে, গাড়িতে তাঁর শ্লীলতাহানি করে দুই বন্ধু।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -