কলকাতা: ফের অসচেতনতার মাসুল। প্রতারকের ফাঁদে পা দিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন রাজারহাটের এক ব্যক্তি।
হাফিজুল মোল্লা। বাড়ি রাজারহাট। পেশায় কৃষক এই যুবক ভেবেছিলেন নতুন ব্যবসা শুরু করবেন। তাই চাষ থেকে আয় হওয়া টাকা তিলতিল করে জমিয়ে ব্যাঙ্কে রেখেছিলেন। কিন্তু মুহূর্তের ভুলে স্বপ্নভঙ্গ! খোয়াতে হল আমানত!
যুবকের দাবি, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাথরঘাটা শাখায় ২ লক্ষ ৯৮ হাজার টাকা রেখেছিলেন তিনি।
এগারোই জুন সকালে তিনি যখন মাঠে কাজ করছিলেন, তখন ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন। তখনও বোঝেননি, ওই ফোনেই লুকিয়ে রয়েছে ফাঁদ!
অভিযোগ, এর পরই একের পর এক এসএমএস পেতে থাকেন যুবক।
১১-১৩ জুনের মধ্যে ১৫ দফায়, তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৮৩ হাজার টাকা তুলে নেওয়া হয়।
বুধবার আরেক দফায় ৩০ হাজার তোলা হয়।
এরপর ওই ব্যক্তির কাছ থেকে আরেকটি ফোন পান হাফিজুল।
এতেই সন্দেহ হয় গ্রাহকের। ওই ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতেই, সোজা ব্যাঙ্কে চলে যান তিনি। ম্যানেজারকে ফোন দেন। ম্যানেজার নিজের পরিচয় দিয়ে কথা বলতে শুরু করলে, ও প্রান্ত থেকে ফোন কেটে যায়। ব্যাঙ্কের পরামর্শে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেছেন, ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখা এই যুবক।
ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে রাজারহাটের কৃষকের অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা লুঠ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jun 2017 12:42 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -