কলকাতা: পুলিশ নিয়ে জমি দখল নিতে গিয়েছিলেন মেট্রোর আধিকারিকরা। জমি না ছাড়ার সিদ্ধান্তে অনড় ছিলেন কারখানা মালিকরা।
শেষ পর্যন্ত ঠাকুরপুকুরে জোকা-বিবাদি বাগ মেট্রোর জমি জট কাটল আবাসনমন্ত্রীর হস্তক্ষেপে।
জোকা-বিবাদি বাগ মেট্রোর কাজ শুরু হওয়ার পর, ২০১১ সালে ঠাকুরপুকুরের বাখরাহাটে হাঁসপুকুর এলাকায় জমি অধিগ্রহণ করে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু জায়গা ছাড়তে রাজি হননি ওই জমিতে থাকা বেশ কয়েকটি কারখানার মালিক। দিন পনেরো আগেও মেট্রো রেলের আধিকারিকরা কারখানা মালিকদের জমি ছাড়তে অনুরোধ করেন।
কিন্তু তাতেও কাজ হয়নি।
শেষপর্যন্ত সোমবার সকালে বিষ্ণুপুর থানার পুলিশ নিয়ে জমির দখল নিতে যান মেট্রোর আধিকারিকরা। তা সত্বেও কারখানা মালিকরা জমি খালি করতে অস্বীকার করেন। এলাকায় উত্তেজনা তৈরি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আবাসনমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। বিকল্প জমি দেওয়ার আশ্বাসে জায়গা ছাড়তে রাজি হয়ে যান কারখানা মালিকরা।
জমি খালি করার জন্য কারখানা মালিকরা দু’মাস সময় চেয়েছেন বলে জানা গেছে। মেট্রো সূত্রে খবর, এই জমিতে মেট্রোর কারশেড তৈরি হবে।
‘শোভন-হস্তক্ষেপে’ ঠাকুরপুকুরে কাটল মেট্রোর জমি জট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jul 2016 05:42 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -