কলকাতা: রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধার পর কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হল প্রয়াত মহাশ্বেতা দেবীর। চোখের জলে বিদায় জানানো হল লেখিকা-সমাজকর্মীকে। প্রয়াত সাহিত্যিকের অসংখ্য অনুরাগীর সঙ্গে শেষ যাত্রায় পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
শুক্রবার সকাল ৯.৪৫-এ হাসপাতাল থেকে রবীন্দ্র সদনে আনা হয় মহাশ্বেতা দেবীর দেহ। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সেখানে প্রয়াত সাহিত্যিককে শেষ শ্রদ্ধা জানান সাধারণ মানুষ, পাঠক-অনুরাগী থেকে রাজনৈতিক নেতারা।
উপস্থিত ছিলেন রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী ও রাজনৈতিক নেতা।
যাঁদের অধিকারের জন্য বারবার গর্জে উঠেছিল মহাশ্বেতা দেবীর কলম, শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন শবর সম্প্রদায়ের মানুষও। বেলা ১২.৫৫-য় রবীন্দ্র সদনে আসেন মুখ্যমন্ত্রী। প্রয়াত লেখিকাকে শেষ শ্রদ্ধা জানান । দুপুর ১.১০-এ রবীন্দ্র সদন থেকে দেহ নিয়ে শুরু হয় শেষ যাত্রা। প্রয়াত সাহিত্যিকের অসংখ্য অনুরাগীর সঙ্গে শেষ যাত্রায় পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি। দুপুর ২.১০-এ। গান স্যালুটের মাধ্যমে কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হয় মহাশ্বেতা দেবীকে।
রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মহাশ্বেতা দেবীর
web desk, ABP Ananda
Updated at:
29 Jul 2016 02:24 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -