কলকাতা: নোটের আকালে খেলনা বন্ধুক দেখিয়ে হুমকি। বিকেল ৪টের পর বিদ্যুত্ পর্ষদের অফিসে গিয়ে বিল নিতে চাপ দেওয়ার অভিযোগ। সল্টলেক থেকে গ্রেফতার আইনজীবী। নোটের আকালে যখন চারিদিকে ত্রাহি ত্রাহি রব, তখন পুরনো নোটে বিদ্যুতের বিল জমা দিতে এসে খেলনা বন্ধুক ঠেকিয়ে হুমকি! গ্রেফতার সল্টলেকের বাসিন্দা আইনজীবী!

বৃহস্পতিবার বিকেল ৪টের পর বিধাননগর কলেজের কাছে, বিদ্যুত্ পর্ষদের অফিসে যান সল্টলেকের বাসিন্দা পেশায় আইনজীবী কুলদীপ সাহা। পুলিশ সূত্রে খবর, তাঁর কাছে পুরনো নোট ছিল। কিন্তু, সময় পেরিয়ে যাওয়ায় বিল জমা নিতে অস্বীকার করেন বিদ্যুত্ দফতরের কর্মীরা। তখনই ঝুলি থেকে বেরোয় বিড়াল।

অভিযোগ, পকেট থেকে একটি খেলনা বন্ধুক বের করে সেখানকার কর্মীদের হুমকি দেন, আইনজীবী কুলদীপ সাহা!
অভিযোগ তিনি বলেন, শুক্রবার সকালে বিলে দিতে আসবেন, তখন যেন কোনও সমস্যা না হয়।

ঘটনার পর বিধাননগর রাজ্য বিদ্যুত্ পর্ষদের অফিসের তরফে বিধাননগর উত্তর থানা অভিযোগ দায়ের হয়। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। তারপর বৃহস্পতিবার রাতেই নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয় আইনজীবী কুলদীপ সাহাকে।