কলকাতা: বধূ নির্যাতনের শিকার খোদ আলিপুর আদালতের আইনজীবী। ঘরে আটকে রেখে তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বছর দুই আগে নিউটাউনের হাতিয়াড়ার বাসিন্দা মহম্মদ আলি মণ্ডলের সঙ্গে বিয়ে হয় প্রিন্স আনোয়ার শাহ রোডের ওই তরুণীর। অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে তাঁর ওপর নির্যাতন শুরু করে স্বামী, শ্বশুর ও দেওর। চাকরি করতে বাধা দেওয়ার পাশাপাশি বাপের বাড়ির লোকজনের সঙ্গে দেখাও করতে দেওয়া হত না তাঁকে।
গতকাল দুপুর ১২টা থেকে শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে বেধড়ক মারধর করে একটি ঘরে আটকে রাখে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশকে গোটা ঘটনার কথা জানান ওই আইনজীবীর মা। রাত ১০টা নাগাদ পুলিশের সাহায্যে তাঁকে উদ্ধার করা হয়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ।
করা হল প্রচণ্ড মারধর, বধূ নির্যাতনের শিকার খোদ আইনজীবী
ABP Ananda, Web Desk
Updated at:
22 Jun 2018 09:38 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -