কলকাতা: সন্ত্রাস থেকে ডেঙ্গু। রাজ্য সরকারের বিরুদ্ধে একই দিনে পথে বাম-কংগ্রেস। ভয়কে জয় করে রাস্তায় মানুষ, বললেন শ্যামল চক্রবর্তী। প্রতিবাদ নয়, রুখে দাঁড়ান, মন্তব্য বিমান বসুর। ডেঙ্গিতে পরপর মৃত্যু নিয়ে রাজ্যকে আক্রমণ করেছেন অধীর চৌধুরী। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি না লিখতে চিকিত্সকদের চাপ দিচ্ছে রাজ্য, অভিযোগ অধীরের।
এদিকে কাজের দিনে জোড়া মিছিলে শহরে তীব্র যানজট। সেন্ট্রাল অ্যাভিনিউ, রানি রাসমনি রোডে যান চলাচলে প্রভাব। চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
আজ রানি রাসমণি অ্যাভিনিউ থেকে শুরু হয়ে বামেদের মহামিছিল, যায় মহাজাতিসদনে। শিয়ালদহ, হাওড়া, শ্যামবাজার এবং সল্টলেক থেকে বাম নেতা-কর্মীরা ধর্মতলার সভাস্থলে জমায়েত করে। তার আগে বাম সমর্থকরা ছোট ছোট কয়েকটি মিছিল করে শিয়ালদা থেকে মৌলালি, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে পৌঁছয় ধর্মতলার সভাস্থলে। হাওড়ার মিছিল পৌঁছয় ব্রেবোর্ন রোড, ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস, রবীন্দ্র সরণি, বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে। বামেদের মিছিল শুরুর এক ঘণ্টা পর দুপুর দুটো নাগাদ বিধান ভবনের সামনে থেকে শুরু হয় কংগ্রেসের মিছিল।
সন্ত্রাস থেকে ডেঙ্গু, তৃণমূলের বিরুদ্ধে একই দিনে পথে বাম-কংগ্রেস, জোড়া মিছিলে শহরে তীব্র যানজট, ভোগান্তি নিত্যযাত্রীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Nov 2017 03:40 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -