কলকাতা: আগামীকাল সম্মেলনে বসছেন শহরের মুক্তমনারা। একদিনের সম্মেলনের আয়োজন করেছে অনীশ সাংস্কৃতিক পরিষদ নামে মুক্তমনাদের এক সংগঠন। তাদের ১৮-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যেই এই সম্মেলন। আলোচনা হবে মূলত দুটি বিষয়ে। বিষয়-গণিতের জগত্ ও মুক্তচিন্তা। বলবেন গণিতজ্ঞ অধ্যাপক মিহির চক্রবর্তী। আরেকটি বিষয় হল, বিজ্ঞানমনস্কতা ও মুক্তচিন্তা। বক্তা বিজ্ঞানলেখক অধ্যাপক শ্যামল চক্রবর্তী।
আয়োজক সংগঠনের বক্তব্য, এগিয়ে চলতে গেলে মুক্তমনে মুক্তচিন্তা করা, ভাবা জরুরি। কিন্তু তার সামনে বারবার বাধা হয়ে ওঠে ধর্ম, ক্ষমতা, শাসক। ইদানীং ভারতীয় উপমহাদেশের দুই প্রতিবেশী দেশেই মুক্তচিন্তার ধারা আক্রান্ত হচ্ছে ধর্মান্ধ শক্তির হাতে। মুক্তচিন্তার পরিসর সংকুচিত হচ্ছে। এই প্রেক্ষাপটেই বসছে সম্মেলন।