কলকাতা: শিশুপাচারকাণ্ডে নাম জড়িয়ে পড়ার জের!
দলের মহিলা মোর্চার সভানেত্রীর পদে রূপা গঙ্গোপাধ্যায়কে সরিয়ে সেখানে লকেট চট্টোপাধ্যায়কে নিযুক্ত করল রাজ্য বিজেপি। এদিন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, রূপা গঙ্গোপাধ্যায় এখন থেকে দলের সাংগঠনিক কাজকর্ম দেখাশোনা করবেন। মহিলা মোর্চার দায়িত্ব নিলেন লকেট চট্টোপাধ্যায়।
বিগত বেশ কয়েক বছর ধরেই রাজ্য বিজেপির মহিলা মোর্চার দায়িত্ব সামলাচ্ছিলেন রূপা। কিন্তু, দলীয় সূত্রের মতে, সাম্প্রতিককালে জলপাইগুড়ির শিশুপাচার কাণ্ডে নাম উঠে আসার পর থেকেই দলের মধ্যেই কোণঠাসা হয়ে পড়েন রূপা। তাঁকে সরানোর দাবি জোরালো হতে থাকে।
সূত্রের খবর, দলের অনেকেই মনে করছেন, রূপার নাম উঠে আসায়, রাজ্য বিজেপির ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে। যদিও, বিষয়টি এখন বিচারাধীন, কিন্তু, নির্দোষ না প্রমাণ হওয়া পর্যন্ত রূপাকে এখনই প্রকাশ্যে আর আনতে ইচ্ছুক নয় রাজ্য বিজেপি নেতৃত্ব।
যদিও, রূপার জায়গায় লকেটের নিয়োগ নিয়ে দিলীপ ঘোষ এদিন জানিয়েছেন, রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখেই সাংহঠনিক পদে রদবদল করা হল। তবে, রাজনৈতিক মহল মনে করছে, রূপাকে সরানো ছাড়া আর কোনও উপায় ছিল না রাজ্য বিজেপির কাছে।
রূপার পাশাপাশি, এদিন দলে আরও রদবদল করা হয়েছে। সম্পাদক থেকে শুরু করে সাধারণ সম্পাদক পদে একাধিক নতুন ও তাজা মুখ নিয়ে এসেছে বিজেপি। অন্যদিকে, দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা নেতাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।