কলকাতা:যার হাত ধরে ঘর বাঁধার স্বপ্ন দেখা, সেই তার হাতেই স্বপ্নের অপমৃত্যু!বন্ধুদের নিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে!

পুলিশ সূত্রে দাবি,নবমীর রাতে প্রেমিকের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল ওই কিশোরী। সঙ্গে ছিল প্রেমিকের কয়েকজন বন্ধু। কিশোরীও তাদের চিনত।

সূত্রের খবর, মদ খাওয়ার কথা বলে, কিশোরীকে বাঁশদ্রোণীর প্রগতি পার্কের পরিত্যক্ত একটি বাগানবাড়িতে নিয়ে যায় প্রেমিক। অভিযোগ, সেখানেই গণধর্ষণ করা হয় কিশোরীকে।

রবিবার থানায় অভিযোগ দায়ের করে কিশোরী। তার ভিত্তিতে প্রেমিক ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে, বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

গণধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু হয়েছে।