কলকাতা: করোনাকালে আরও একটা দুঃসংবাদ কলকাতার সিনে প্রেমীদের জন্য। শনিবার থেকে একযোগে ঝাঁপ বন্ধ করে দিল একাধিক সিঙ্গল-স্ক্রিন। যে তালিকায় রয়েছে প্রিয়া, মেনকা, প্রাচী, জয়া, অশোকার মতো একাধিক সিনেমা হল।


দীর্ঘ লকডাউনের পর্বের শেষে গত অক্টোবর মাসের মাঝামাঝি ফের বাংলায় খুলেছিল সিনেমা হল। কিন্তু নিউ নর্মালের সঙ্গে মানিয়ে নিয়ে একাধিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে সামাজিক সুরক্ষাবিধি বেধে চালাতে হচ্ছিল সিনেমা। যে অবস্থায় হলে দর্শক আগমন একেবারেই হচ্ছে না, যে তথ্য জানিয়ে সিনেমা হলে তালা ঝোলানোর কথা জানাল হলগুলি।

পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কলকাতার সিনেমা হলগুলি বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকরা। তাঁদের দাবি, সিনেমা হল চালু রাখার সময় এত কম লোক হচ্ছে যে বিদ্যুতের মাশুল সহ অন্যান্য খরচ সামলাতে গিয়ে প্রত্যেক শো-তে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের। সমস্যা হচ্ছে কর্মীদের অর্থ দেওয়ার ক্ষেত্রেও। বিভিন্ন রকমের সিনেমা চালিয়ে দর্শক টানার চেষ্টা করলেও কোনওভাবেই ২৫-৩০ জনের বেশি প্রত্যেক শো-তে আসছেন না বলেই দাবি হল মালিকদের।

কবে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে সেই নিয়ে চলতে থাকা আশঙ্কা আরও একটু বাড়ল একযোগে অনেকগুলো সিনেমা হল তাদের ঝাঁপ ফেলায়। খাস কলকাতার বুকে সিঙ্গল-স্ক্রিনগুলোর ভবিষ্যৎই বা কোন পথে, সেই নিয়েও উঠে গেল বড়সড় প্রশ্নচিহ্ন।