দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে, মদন-মামলায় ফের ধাক্কা খেল সিবিআই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Sep 2016 08:04 PM (IST)
কলকাতা: মদন মিত্রর জামিন হওয়ার চারদিনের মাথায় মঙ্গলবার হাইকোর্টে ছুটে গিয়েছিল সিবিআই। জামিন খারিজের কথা বলে, দ্রুত শুনানির আবেদন জানিয়েছিল তারা। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সেই আর্জি খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ! বুধবার সিবিআইয়ের আইনজীবীরা বিচারপতি অসীমকুমার রায়ের এজলাসে গিয়ে বলেন, এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্রুত শুনানি করা হোক। এ কথা শোনামাত্রই বিচারপতি অসীমকুমার রায় বলেন, আমি মনে করি না যে, এখনই শোনার মতো গুরুত্বরপূর্ণ মামলা এটি। হাইকোর্টের ক্রমতালিকা অনুযায়ী যখন মামলাটি আসবে, তখন শুনানি হবে। হাইকোর্টের ক্রমতালিকা অনুযায়ী, আগামী দু’সপ্তাহ জামিন খারিজের আবেদন সংক্রান্ত কোনও মামলার শুনানি করবেন না বিচারপতি অসীমকুমার রায়। আইনজীবী মহলের একাংশের মতে, এর ফলে আপাতত দু’সপ্তাহের জন্য স্বস্তি পেতেই পারেন সারদাকাণ্ডে নিম্ন আদালত থেকে জামিন পাওয়া মদন মিত্র! সিবিআই সূত্রে দাবি, দিল্লিতে আইনজীবীদের সঙ্গে বৈঠকের পরই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। এই মামলারই কপি পৌঁছে দিতে গিয়ে মদনের হোটেল থেকে খালি হাতে ফিরতে হয়েছিল সিবিআইয়ের তদন্তকারী অফিসার-সহ ৩ আধিকারিককে। এবার আদালতে খারিজ হল দ্রুত শুনানির আবেদন।