পুজোর আগে স্বস্তি মদন মিত্রের, জামিন খারিজের মামলার শুনানি শুরুর দিন ধার্য হবে ৫ অক্টোবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Sep 2016 02:51 PM (IST)
কলকাতা: পুজোর আগে স্বস্তি মদন মিত্রর। জামিন খারিজের মামলার শুনানি শুরুর দিন ধার্য হবে ৫ অক্টোবর। পরদিন থেকে হাইকোর্টে শুরু হচ্ছে পুজোর ছুটি। বিচারপতি নিশীথা মাত্রের এজলাসে মদন মিত্রকে মামলার হলফনামার কপি-সহ অন্যান্য নথি দিতে চেয়ে আজ আবেদন জানায় সিবিআই। আবেদন মঞ্জুর করে ৫ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। বিচারপতি নিশীথা মাত্রে জানিয়েছেন, ওই দিন মদন মিত্রর জামিন খারিজের মামলার নিয়মিত শুনানির দিন ধার্য হবে। এর আগে প্রধান বিচারপতি গিরিশচন্দ্র গুপ্তর এজলাসে মদন মিত্রর জামিন খারিজের মামলার দ্রুত শুনানি চেয়ে আবেদন জানায় সিবিআই। সেই আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট।