কলকাতা :চিটফান্ডকাণ্ডে জাদুকর পি সি সরকারের বাড়িতে তল্লাশি।পি সি সরকারের মুকুন্দপুরের বাড়িতে সিবিআই তল্লাশি।
পি সি সরকারকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর।টাওয়ার গোষ্ঠীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন পি সি সরকার।টাওয়ার গোষ্ঠীর আরও বিভিন্ন জায়গায় তল্লাশি।উল্লেখ্য, চিটফাণ্ডকাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই।
প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে সিবিআইয়ের ১০ আধিকারিক পিসি সরকারের বাড়িতে রয়েছেন এবং সেখানে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাচ্ছেন। সূত্রের খবর, টাওয়ার চিটফান্ড সংস্থার কাছ থেকে একাধিকবার টাকা নিয়েছিলেন পিসি সরকার। সেই টাকা ছিল বিপুল অঙ্কের। কেন এত টাকা নিয়েছিলেন, তা পরিষ্কার নয়। সিবিআই আধিকারিকরা মূলত পিসি সরকারকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন, তাঁর সঙ্গে টাওয়ার গোষ্ঠীর কোনও চুক্তি হয়েছিল কিনা। প্রাথমিকভাবে জানা গেছে, টাওয়ার গোষ্ঠীর একটি হোটেল ও রেস্তোঁরার জন্য চুক্তি হয়েছিল পিসি সরকারের সঙ্গে। তিনি সেখানে জাদু দেখাবেন, এমনটাই চুক্তি হয়েছিল। কিন্তু কোনওদিন সেই হোটেল ও রেস্তোরাঁ খোলেইনি। তা সত্ত্বেও বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি কোনও পরিষেবা দেননি, জাদুও দেখাননি। তাহলে সেই টাকার লেনদেন কেন হল, তা জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা।
সূত্রের খবর, পিসি সরকার দাবি করেছেন, তিনি টাওয়ার গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। কিন্তু কোন সময়ে তিনি কত টাকা নিয়েছিলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাদে নগদেও কোনও লেনদেন হয়েছিল, কিনা তা জানার চেষ্টা করছে সিবিআই।
পরে পিসি সরকারের বালিগঞ্জের বাড়িতেও তল্লাশিতে আসেন সিবিআই আধিকারিকরা।
চিটফান্ডকাণ্ডে জাদুকর পিসি সরকারকে জিজ্ঞাসাবাদ, মুকুন্দপুরের বাড়িতে তল্লাশি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jan 2021 02:15 PM (IST)
চিটফান্ডকাণ্ডে জাদুকর পি সি সরকারের বাড়িতে তল্লাশি।পি সি সরকারের মুকুন্দপুরের বাড়িতে সিবিআই তল্লাশি।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -