কলকাতা: পুজো পৌঁছল শেষ পর্বে। আজ মহানবমী। প্রাণের উৎসবে মাতোয়ারা বাঙালি। বনেদি বাড়িগুলিতে প্রথা মেনে বিশেষ পুজো। বিভিন্ন জায়গায় হবে যজ্ঞ। কোথাও হবে ফল বলি। রাত পোহালেই মন খারাপের দশমী। পড়ে আছে একদিন। পুজোর আনন্দ সুদেমূলে উসুল করতে সকাল থেকেই পথে নেমেছেন মানুষ। বিভিন্ন মণ্ডপে ভিড় জমাচ্ছেন তাঁরা। রাতজাগা দর্শনার্থীরা ঘরে ফেরার আগেই পথে নেমেছেন আরেক দল মানুষ। উত্তর থেকে দক্ষিণ, সমস্ত পুজো মণ্ডপেই মানুষের ঢল।