কাজের টোপ দিয়ে ‘পাচারের চেষ্টা’,ময়দান থানা এলাকায় বাস থেকে উদ্ধার ২১ শিশু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Sep 2020 04:42 PM (IST)
কাজের টোপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল হাওড়ায়। ময়দান থানা এলাকা থেকে আটক বাস, গ্রেফতার ২।
কলকাতা: লকডাউনে শিশু ‘পাচারের চেষ্টা’, উদ্ধার ২১ শিশু।ময়দান এলাকায় বাসভর্তি শিশু উদ্ধার।পুলিশ সূত্রে খবর, ‘কারখানায় কাজের জন্য নিয়ে আসা হচ্ছিল শিশুদের।বিহারের সমস্তিপুর থেকে আনা হয়েছে শিশুদের।’ কাজের টোপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল হাওড়ায়। ময়দান থানা এলাকা থেকে আটক বাস, গ্রেফতার ২। উদ্ধার হওয়া শিশুদের নিয়ে যাওয়া হচ্ছে হোমে।শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।