কলকাতা পুলিশে বেনজির বদলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jun 2016 05:02 PM (IST)
কলকাতা: কলকাতা পুলিশের সর্বস্তরে বদলির নির্দেশ! বেনজিরভাবে কলকাতা পুলিশের ৭৯ জনকে বদলি করা হল রাজ্য পুলিশে।
শুক্রবার ভবানী ভবনের পুলিশ ডিরেক্টরেট থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী একধাক্কায় কলকাতার পুলিশের ২ অ্যাসিস্ট্যান্ট কমিশনার-সহ ৭৯ জনকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার বৈদ্যনাথ সাহা। তাঁকে বদলি করা হয়েছে আলিপুরদুয়ারের ডিএসপি সীমান্ত পদে। একইভাবে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসার মনোজ কুমার দাসকে পাঠানো হয়েছে কোচবিহারের ডিএসপি সীমান্ত পদে।
এছাড়াও বদলির তালিকায় রয়েছেন ১২ জন ইন্সপেক্টর, ১৯ জন সাব ইন্সপেক্টর, ২২ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ২৩ জন কনস্টেবল ও ১ জন সার্জেন্ট।
ওয়াকিবহাল মহলের মতে, একসঙ্গে কলকাতা পুলিশের এতজন অফিসার ও কনস্টেবলকে জেলা পুলিশে বদলির নজির নেই। যদিও, ভবানীভবনের পুলিশ ডিরেক্টরেটের নির্দেশিকায় দাবি, ডেপুটেশনের ভিত্তিতেই পুলিশ অফিসারদের বদলির সিদ্ধান্ত।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -