এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নোট বাতিলের জেরে গরিব মানুষ শান্তিতে ঘুমোচ্ছেন আর বড়লোকদের ঘুমের ওষুধ লাগছে। মোদীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন মমতা। গাজিপুরে প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীনই টুইট করেন মমতা। তাতে বলেন, প্রধানমন্ত্রী বলছেন, গরিবরা শান্তিতে ঘুমোচ্ছে। এই মন্তব্য সাধারণ মানুষের পক্ষে অপমানজনক। নিম্ন রুচির পরিচয়। কেন্দ্রের কাছে আমার অনুরোধ, এমন করে গরিবদের মারবেন না।