কলকাতা: নয়াদিল্লি ও কলকাতা:  নোট বাতিল ইস্যুতে সাধারণ মানুষের দুর্ভোগকে হাতিয়ার করে কেন্দ্র-বিরোধী সুর আরও চড়া করছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরশু দুপুরে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত্ করবেন তিনি। তার আগে আগামীকাল মমতার সঙ্গে দেখা করবেন আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরীবাল। এজন্য দিল্লি যাচ্ছেন মমতা।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নোট বাতিলের জেরে গরিব মানুষ শান্তিতে ঘুমোচ্ছেন আর বড়লোকদের ঘুমের ওষুধ লাগছে। মোদীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন মমতা। গাজিপুরে প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীনই টুইট করেন মমতা। তাতে বলেন, প্রধানমন্ত্রী বলছেন, গরিবরা শান্তিতে ঘুমোচ্ছে। এই মন্তব্য সাধারণ মানুষের পক্ষে অপমানজনক। নিম্ন রুচির পরিচয়। কেন্দ্রের কাছে আমার অনুরোধ, এমন করে গরিবদের মারবেন না।