কলকাতা: নোট বাতিলের পর থেকেই মোদী সরকারের বিরুদ্ধে তাঁর সুর চড়া। এবার বিধানসভায় দাঁড়িয়ে সেই সুরই সপ্তমে তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর দল বিজেপিকে আক্রমণে এবার তাঁর হাতিয়ার জমি কেলেঙ্কারির অভিযোগ। কক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিরাট স্ক্যাম। সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে তদন্ত করা উচিত।
মোদী সরকারের বিরুদ্ধে আগেই নোট বাতিলের সিদ্ধান্ত ফাঁসের অভিযোগ তুলেছে বিরোধীরা। সোমবার একধাপ এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, নোট বাতিলের আগেই বিভিন্ন জায়গায় জমি কিনছে রাজ্য বিজেপি।
মমতার প্রশ্ন, আমি যদি নৈতিকতার প্রশ্ন তুলি, আপনারা আগে থেকে কী করে জানলেন? বারুইপুরে জমি কিনেছে। মেমারিতে জমি কিনেছে। দমদম বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে জমি কিনেছে। এত জমি কিনেছে। এত জমি দিয়ে কী করবে? মুখ্যমন্ত্রী এখানেই থামেননি। সরাসরি বিজেপির টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেন, কার টাকা দিয়ে জমি কেনা হল? এত জমি দিয়ে কী করবেন? রাজ্য বিজেপি অবশ্য জমি কেনা প্রসঙ্গে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছে।
জমি কেলেঙ্কারির অভিযোগের পাশাপাশি মমতার গলায় ছিল কটাক্ষের সুরও। বলেন, জমি নিজের নামে কেনেনি। বিজেপি অফিসের নামে কিনেছেন। কোথাও রাষ্ট্রীয় অধ্যক্ষের নামে কিনেছেন। মনে হচ্ছে প্রেসিডেন্সিয়াল স্টেট। প্যারালাল ইকনমি চলছে। মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। দাবি-পাল্টা দাবির মধ্যে নোট বাতিলের পাশাপাশি এবার রাজ্য রাজনীতিতে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে এই কেলেঙ্কারির অভিযোগ।
নোট বাতিলের আগে জমি কেনার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, বিধানসভায় তদন্তের দাবি মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Dec 2016 03:56 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -