কলকাতা: ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে হটানোর ডাক তৃণমূল নেত্রীর। নোট বাতিল থেকে জিএসটি, গোরক্ষকদের তাণ্ডব থেকে বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সারদা-নারদকাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত চলছে। অথচ বিজেপি শাসিত রাজ্যে ব্যাপম-পেট্রোলিয়াম দুর্নীতি নিয়ে তদন্তসংস্থাগুলির তেমন কোনও সক্রিয়তা নেই বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী।
সারদা-নারদকাণ্ডে তৃণমূলের নেতা-মন্ত্রীদের তলব করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, কিছু প্রমাণ না হলে হাজার হাজার কোটি টাকার মানহানির মামলা করা হবে। তিনি আরও বলেন, ২০১৯-এ বাংলায় একটিও আসন পাবে না বিজেপি। পাশাপাশি আগামী নির্বাচনে সনিয়া গাঁধীর পাশে থাকার স্পষ্ট বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ভারত ছাড়ো’র ডাক দিয়ে আগামী ৯ অগাস্ট থেকে ৩০ অগাস্ট পর্যন্ত ব্লকে ব্লকে জনসংযোগ কর্মসূচির ডাক দেন তৃণমূল নেত্রী। কেন্দ্রের সেন্সর বোর্ডের ভূমিকা নিয়েও এদিন তীব্র সমালোচনা করেন মমতা।
একুশের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমন করে মমতা বলেন, গো-রক্ষার নামে গো-রাক্ষসের দলের তাণ্ডব চলছে। দুর্নীতি ধামাচাপা দিতে পরিকল্পনামাফিক অশান্তি পাকানো হচ্ছে। তাঁর দাবি, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সব কিছু জ্বালিয়ে, পুড়িয়ে দিচ্ছে। মানুষের খাওয়া-পরাতেও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেত্রীর।
নাম না করে বসিরহাট-বাদুড়িয়ায় অশান্তি নিয়েও বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, বাংলাদেশ কিম্বা গুজরাতের অশান্তির ঘটনাকে বাংলার বলে প্রচার করা হচ্ছে। এসবের বিরুদ্ধে পাল্টা সরব হতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নজর রাখতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার নিশানায় মোদী, ২০১৯-এ ‘বড়দা’ বিদায়, ৯ অগাস্ট থেকে বিজেপির বিরুদ্ধে ভারত ছাড় আন্দোলন শুরু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jul 2017 04:31 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -