বিজেপি-কে আক্রমণ করে মমতা বলেছেন, ‘হিন্দুরা নাকি বাংলার দুঃখে আছে! কোথায় দুঃখে আছে? রামনবমী করব, রহিমরা দোয়া চাইলে, আপত্তি কোথায়? কে কী খাবে, তুমি ঠিক করার কে?’ মানুষের উদ্দেশে তাঁর আহ্বান, ‘অসহিষ্ণুতার বিরুদ্ধে রুখে দাঁড়ান। কতগুলি জেহাদি তৈরি করেছে। ইউপিতে যারা ভোট দিয়েছে তারা পস্তাচ্ছে।’
তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলছে বিজেপি। এর জবাবও দিয়েছেন মমতা। তিনি বলেছেন, ‘বাংলা জায়গাটা অন্য। বাংলাকে ওরা ২০১৯-এর জন্য ভয় পাচ্ছে। তাই ষড়যন্ত্র করছে। ধুলাগড়ে ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাও মিথ্যে প্রচার করে যাচ্ছে। আমাদের এখানে সব এক। সংখ্যাগুরুদের কাজ সংখ্যালঘুদের দেখা। সংখ্যালঘু তোষণ চলছে বলে বিজেপি অপপ্রচার করছে। প্রকল্পের ক্ষেত্রে সংখ্যালঘু দেখা হয় না। উৎসবে ভেদাভেদ নেই।’
এবার উত্তরপ্রদেশের ভোটে নরেন্দ্র মোদি প্রথমে উন্নয়নের কথা বললেও, একটা সময় তাঁর মুখেও শোনা গিয়েছে শ্মশান-কবরস্থান। প্রচারে গিয়ে মন্দিরে মন্দিরে ঘুরে গরুকে খাবার খাইয়েছেন। বিজেপি বিরোধীদের অভিযোগ, ভোটের দিকে তাকিয়ে গেরুয়া শিবির বরাবরই এরকম কৌশল নেয়। যা সবসময়ই উড়িয়ে দিয়েছে বিজেপি। এই প্রেক্ষাপটে মমতার হুঁশিয়ারি, বিজেপির ধর্মীয় মেরুকরণের তাস এ রাজ্যে কাজ করবে না।