কলকাতা: সহজেই হাতের নাগালে আধার তথ্য চলে আসা সংক্রান্ত খবরে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য চুরি ও গোপনীয়তা লঙ্ঘন রুখতে তিনি মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন।


শুক্রবার, ফেসবুকে মমতা লেখেন, প্রথম থেকেই আধারে গোপনীয়তা লঙ্ঘন নিয়ে সরব হয়েছেন তিনি। একাধিকবার উদ্বেগপ্রকাশ করেছেন। তথ্যের নিরাপত্তা ও সুরক্ষার জন্য তিনি ‘নিশ্ছিদ্র ব্যবস্থা’ নিশ্চিত করার আহ্বান জানান।

মুখ্যমন্ত্রী জানান, সংবাদমাধ্যমের একাংশের প্রকাশিত খবরে বলা হচ্ছে, অল্প টাকা দিয়েই ভুয়ো সংস্থার মাধ্যমে আধার-তথ্য সহজেই হাতে চলে আসছে। তিনি বলেন, এটা যদি সত্যি হয়, তাহলে তা ব্যক্তি গোপনীয়তা এবং তথ্য সুরক্ষার পক্ষে বিরাট লঙ্ঘন।


এই প্রেক্ষিতে দেশবাসীর উদ্দেশে আর্জি জানান মুখ্যমন্ত্রী। বলেন, আমি দেশের সকল নাগরিকের কাছে আরও সতর্ক ও সাবধান থাকার অনুরোধ জানাচ্ছি। যাতে তথ্য চুরি ও গোপনীয়তার লঙ্ঘন রোখা যায়।