কলকাতা: লক্ষ্য বিনিয়োগ। চিনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আগামী জুনে চিন সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন, নয়াদিল্লি থেকে কলকাতায় ফেরার পর নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষারত সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, চিনে যাওয়ার জন্য চিনা কমিউনিস্ট পার্টির তরফে দলের কাছে আমন্ত্রণ এসেছে। ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ওরা বহুবার আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। সম্ভবত, আমি জুন মাসে চার-পাঁচদিনের জন্য যেতে পারি। তবে, এখনও কিছুই চূড়ান্ত হয়নি।

কৃষি ও উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে বেশ কিছুদিন ধরেই চিনাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, ওরা বিনিয়োগ করতে চায়। সেই জন্যই আমি যেতে চাই।

মুখ্যন্ত্রীর এই সফরের মূল লভ্যরাজ্য লগ্নি টানা। চিনের উৎপাদন শিল্প নিয়ে মুখ্যন্ত্রীন্তর আগ্রহ রয়েছে। সে উৎপাদনশিল্পেই চিনের লগ্নি টানতে চান। বাণিজ্যপ্রতিনিধি দল নিয়ে তিনি যাবেন। সেওখানে চিনা শিলপ্পতিদের সঙ্গে কথা বলবেন। রাজ্যর তরফে শিল্প সম্মলেন ও হতে পারে।

নবান্ন সূত্রে খবর, মার্চ মাসের প্রথম সপ্তাহে উচ্চ পর্যায়ের ৫ সদস্যের চিনা প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী সঙ্গে দেখাও করেন। তাঁরা চিন সফরের জন্য ফের আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে। অবশেষে সেই আমন্ত্রণ গ্রহণ করে চিন সফরের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।