কলকাতা: ঝটিকা সফরে কলকাতায় এসে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন গুজরাতের পাতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেল। বললেন, মমতা তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আর সেইসঙ্গে মমতাকে সামনে রেখে ২০১৯-এ মোদী-বিরোধী জোট গঠনের কথা শোনা গেল হার্দিকের গলায়। তাঁর এই মন্তব্য প্রসঙ্গে মমতার গলাতেও জোটের ইঙ্গিত।
তৃণমূল নেত্রীর প্রশংসা করতে গিয়ে এদিন হার্দিকের গলায় উঠে এল মহাত্মা গাঁধী, ইন্দিরা গাঁধীর প্রসঙ্গ। পাল্টা প্রশংসা শোনা গেল মমতার গলাতেও।
অসন্তুষ্ট এনডিএ শরিক শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন মমতা। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও দেখা করেছেন তিনি। বাজেটে অসন্তুষ্ট বিজেপি শরিক তেলুগু দেশমের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন। এবার আরও এক মোদী-বিরোধী হার্দিকের সঙ্গে তাঁর সাক্ষাৎ। তাহলে কি ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে মোদী-বিরোধী জোট গঠনের জন্যই তৎপর হচ্ছেন মমতা? জল্পনা রাজনৈতিক মহলে।
নবান্নে বৈঠক, হার্দিক পটেলকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Feb 2018 10:42 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -