- সুরকার সলিল চৌধুরীর ৯৩ তম জন্মদিন, শ্রদ্ধার্ঘ্য মমতার
Web Desk, ABP Ananda | 19 Nov 2016 04:50 PM (IST)
কলকাতা: আজ সঙ্গীত পরিচালক, গীতিকার তথা সুরকার সলিল চৌধুরীর ৯৩ তম জন্মদিন। ১৯২৩ সালে আজকের দিনে দক্ষিণ ২৪ পরগনার গাজিপুরে জন্মগ্রহণ করেন তিনি। আধুনিক বাংলা গানের সুরস্রষ্টা এবং গণসংগীতের প্রণেতা তিনি। বাংলা ছাড়াও হিন্দি, মালায়লাম ছবিতেও সঙ্গীত পরিচালনা করেছেন। জন্মদিনে প্রবাদ প্রতিম এই শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে টুইট করেন মমতা প্রবাদ প্রতিম সুরকারের জন্মদিন উপলক্ষে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।