কলকাতা: অনিবার্য কারণে স্থগিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভা। ট্যুইট করে জানাল রাজ্য স্বরাষ্ট্র দফতর। ট্যুইটারে জানানো হয়েছে, আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে যে বিতর্ক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার কথা ছিল, উদ্যোক্তাদের তরফে শেষ মুহূর্তে তা হঠাৎই স্থগিত করে নতুন অনুষ্ঠানসুচি জানানো হয়। ফোনে উদ্যোক্তারা অনিবার্য কারণে বিতর্ক সভা স্থগিত রাখার কথা জানান।
আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভায় যোগ দেওয়ার কথা ছিল মমতা। করোনার জন্য যেতে না পারায় ভার্চুয়ালেই বিতর্ক সভায় অংশ নেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। গতকাল নবান্ন সূত্রে এই খবর জানানো হয়েছিল।
দুপুর আড়াইটায় বাংলার আর্থ সামাজিক উন্নয়ন নিয়ে ভার্চুয়াল বিতর্ক সভা হওয়ার কথা ছিল। জুলাইয়ে মমতাকে অক্সফোর্ড যাওয়ার আমন্ত্রণ জানায় অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি।
দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে এই বিশেষ কৃতিত্ব অর্জন করেন মমতা। গত জুলাই মাসে অক্সফোর্ড ইউনিয়ন থেকে তিনি এই সম্মানীয় বিতর্কসভার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন।
রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু ও দুয়ারে বাংলা-র মতো একাধিক প্রকল্পের সাফল্য নিয়ে মুখ্যমন্ত্রীর কথা বলার কথা ছিল।
জানা গিয়েছে, ইতিমধ্যেই অনলাইনে প্রায় ৬০০ প্রশ্ন এসেছিল। সেই প্রশ্নগুলি পাঠিয়েছিল মূলত ছাত্রছাত্রীরা। এদিনের বিতর্কসভায় মমতা সেগুলির উত্তর দেওয়ার কথা ছিল।
১৮২৩ সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়নে এর আগে বিশ্বের বন্দিত রাষ্ট্রনেতারা অংশগ্রহণ করেছেন। সেই তালিকায় রয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও রোনাল্ড রেগান।
তালিকায় রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল থেকে শুরু করে মার্গারট থ্যাচার। রয়েছে বিশ্ববন্দিত পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন এবং বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা।