কলকাতা: গুজরাতে ভোটের ফল ঘোষণার পরদিনই পাতিদার নেতা হার্দিক পটেলের সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুজরাতে বিধানসভা নির্বাচনে দুরন্ত কাজের জন্য তিনি হার্দিককে অভিনন্দন জানিয়েছেন। সূত্রের দাবি, পাতিদার আন্দোলনের নেতা হার্দিককে তৃণমূলনেত্রী বলেন, ভাল করেছ। আমি তোমার পাশে আছি। পরে সাংবাদিকদের কাছেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হার্দিক ভাল ছেলে, বাচ্চা ছেলে। ওকে ফোন করেছিলাম। ওবিসি নেতা অল্পেশ ঠাকুর এবং দলিত নেতা জিগনেশ মেওয়ানির সঙ্গেও তিনি কথা বলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এবার গুজরাতের ভোটে কংগ্রেসের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন হার্দিক, অল্পেশ ও জিগনেশ। ভোটে বিজেপি জয়ী হলেও নজর কেড়েছেন ওই তিন তরুণ নেতা। অল্পেশ কংগ্রেসের টিকিটে, জিগনেশ কংগ্রেস সমর্থিত নির্দল হিসেবে জয়ী হয়েছেন।
এদিকে, আজই আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। জানুয়ারি মাসের মাঝামাঝি জম্মু-কাশ্মীরে আইস ফেস্টিভ্যাল রয়েছে। সেখানে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান মুফতি। যদিও, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে জানিয়েছেন যে, ওই সময়ে রাজ্যে শিল্প সম্মেলন হবে। তাই তিনি জম্মু-কাশ্মীরে যেতে পারবেন না। পরে কোনও সময় যাবেন। সেই সঙ্গে মেহবুবা মুফতিকেও পশ্চিমবঙ্গে আসার আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
হার্দিক পটেলকে ফোন করে অভিনন্দন মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Dec 2017 09:48 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -