কলকাতা: পাঁচ রাজ্যের ভোটের ফল প্রকাশের পর ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি একদিকে বিজয়ীদের যেমন অভিনন্দন জানান, তেমনই পরাজিতদের হতাশ না হওয়ার পরামর্শ দেন। তবে, এদিন কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির নাম করেননি তাঁর মন্তব্যে।

ট্যুইটারে তিনি লিখেছেন, বিভিন্ন রাজ্যের জয়ী প্রার্থীদের অভিনন্দন। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটদাতাদেরও অভিনন্দন জানাই। পরাজিতরা হতাশ হবেন না। গণতান্ত্রিক দেশে ভোটে কেউ জেতে, কেউ হারে। কিন্তু সবাইকেই সম্মান জানানো উচিত। মানুষের উপর ভরসা রাখতেই হবে।

[embed]https://twitter.com/MamataOfficial/status/840464314993655808[/embed]

[embed]https://twitter.com/MamataOfficial/status/840464388901490688[/embed]

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের শাসক দলের সঙ্গে কেন্দ্রের শাসক দলের সংঘাত এখন সর্বজনবিদিত। মোদী সরকারের নোট বাতিলের প্রসঙ্গই হোক বা বেআইনি আর্থিক প্রতিষ্ঠান মামলায় সিবিআইয়ের হাতে ২ তৃণমূল সাংসদের গ্রেফতারির প্রসঙ্গই হোক-- নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈরথ জাতীয় রাজনীতিতে আলোচ্য বিষয়গুলির অন্যতম।