কলকাতা: লুকআউট নোটিস জারি হওয়া সত্ত্বেও গো্র্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির সঙ্গে সাক্ষাত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষে রাজনাথ সিংহ। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি।


এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, আমি জানি ওর (রোশন) বিরুদ্ধে একটি লুকআউট নোটিস জারি করা হয়েছে। ফলে, এমন পরিস্থিতিতে সাক্ষাত না করাটাই বাঞ্ছনীয়। মুখ্যমন্ত্রী যোগ করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদটি সাংবিধানিক পদ। ওরা যা ঠিক মনে করছে করেছে। কিন্তু, আমি ওদের জায়গায় থাকলে এমনটা করতাম না।


মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাল্টা প্রশ্ন, কীকরে বহিষ্কৃত গোর্খা নেতা বিনয় তামাঙ্গ, যাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন? তিনি বলেন, কোনটা ঠিক আর কোনটা ভুল সেই বিষয়ে অন্যকে জ্ঞান দেওয়াটা বন্ধ করা উচিত ওনার।