ওয়াশিংটনের কেন্টে বাড়ির বাইরে ৩৯ বছর বয়সি দীপ রাই নামে এক শিখ ব্যক্তিকে শুক্রবার গুলি করে এক বন্দুকবাজ। তার মুখের কিছুটা ঢাকা ছিল। মনে করা হচ্ছে, ঘটনাটি হেট ক্রাইম, কেননা লোকটিকে কথা কাটাকাটির মধ্যে দীপের উদ্দেশ্যে বলতে শোনা যায়, তোমার নিজের দেশে ফিরে যাও! দীপের হাতে গুলি লাগে। বেসরকারি হাসপাতালে চিকিত্সায় সেরে উঠছেন তিনি।
দীপের আগে আমেরিকায় আক্রান্ত হয়েছেন ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা। তাঁকে প্রাণ দিতে হয়েছে প্রাক্তন মার্কিন নৌ জওয়ানের গুলিতে। তারপর হার্মিশ পটেল নামে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীও অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছেন।
এ রাজ্যের মুখ্যমন্ত্রী এ ধরনের ঘটনায় শঙ্কার কথা জানিয়ে ট্যুইট করেছেন, আমেরিকায় আরও দুটি দুঃখজনক গুলিচালনার ঘটনা। ভারত সরকারের উচিত জরুরি ভিত্তিতে ঘটনাগুলি মার্কিন সরকারের কাছে তোলা।