কলকাতা: স্পিডোমিটারের কাঁটা ১২০ ছুঁইছুই। বিনা হেলমেটেই বেপরোয়া গতি। তারুণ্যের উদ্দামতায় কার্যত ‘ডেথ রেস’! গভীর রাতে শহরের বিভিন্ন প্রান্তের অতি পরিচিত ছবি। যে মারণ-গতির পরিণাম হয় মারাত্মক-- মৃত্যু। বহু দুর্ঘটনা, বহু অভিযোগ, প্রশাসনিক স্তরে একাধিক ব্যবস্থা গ্রহণের পরেও লাগাম টানা যায়নি এই বেপরোয়ো মনোভাবে। শুক্রবার বিধানসভায় যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেছেন, বাইক রেসের নামে মানুষ মারা যাচ্ছে। বাইক কম্পিটিশনের নামে এসব হচ্ছে। আর বেপরোয়া গতিতে লাগাম টানতে, আইন কড়া করার পক্ষপাতি মুখ্যমন্ত্রী। বলেছেন, দুর্ঘটনা দিন দিন বাড়ছে, এটা উদ্বেগের। শহরে বাইক রেস বন্ধ করতে কড়া আইন। প্রয়োজনে বাইক বাজেয়াপ্ত করুন। রাজ্যজুড়ে বেপরোয়া গতিতে লাগাম টানতে এর আগে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে কোচবিহার। ‘পথ নিরাপত্তা’ নিয়ে প্রচার চলছে রাজ্যজুড়ে। সেই প্রচারকে আরও বেশি অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে, নিজেও পথে নেমেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একাধিক ব্যবস্থাও নিয়েছে পুলিশ। তা সত্বেও কমেনি দৌরাত্ম্য। লেগেই আছে দুর্ঘটনা। ঝরে যাচ্ছে একের পর এক প্রাণ। এই পরিস্থিতিতে আইন কড়া করেই রাস্তায় বেপরোয়া গতিতে লাগাম টানার প্রক্রিয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী।