কলকাতা: শিল্প গড়তে দরকার পরিবেশ। রাজ্যে সেই শিল্প-বান্ধব পরিবেশ গড়ে তোলার পথে সিন্ডিকেট-তোলাবাজি যাতে কাঁটা হয়ে না দাঁড়ায়, তা নিয়ে সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, কালীঘাটে তৃণমূলের নীতি নির্ধারণ কমিটির বৈঠকে, তাঁর হুঁশিয়ারি, রাজ্যে নানা উন্নয়নমূলক প্রকল্প হচ্ছে। সে সবে বাধা দেওয়া চলবে না। অনৈতিকভাবে টাকাপয়সা তোলা বা কোনও অন্যায় দাবিদাওয়া করা হলে বরদাস্ত করা হবে না।
এর আগেও সিন্ডিকেট দৌরাত্ম্য রুখতে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, জলা জমি ভরাট করে বেআইনি প্রোমোটিং বরদাস্ত নয়। দলের নামে ব্যবসা বাড়ালে চলবে না।
তোলাবাজির অভিযোগ গ্রেফতার করা হয়েছে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। কিন্তু, তারপরেও, সিন্ডিকেট তার স্ট্র্যাটেজি বদলে রমরমিয়ে চলছে।
পর্যবেক্ষকদের একাংশের মতে, দ্বিতীয় ইনিংসে মমতা-সরকার কর্মসংস্থানকে অগ্রাধিকার দিচ্ছে। কর্মসংস্থানের জন্য চাই শিল্প। কিন্তু, তোলাবাজির রমরমা থাকলে তা বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা দেবে। তা যাতে না হয়, সেই লক্ষ্যেই এ দিন হুঁশিয়ারির সুর মমতার গলায়।
সিন্ডিকেট-তোলাবাজি রুখতে ফের দলকে হুঁশিয়ারি মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Sep 2016 07:36 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -