কলকাতা: মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের নিরাপত্তা জেড প্লাস ক্যাটিগরি থেকে কমিয়ে করা হল জেড। অন্যদিকে, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমের নিরাপত্তার বহর বাড়াল রাজ্য সরকার। ওয়াই থেকে বাড়িয়ে করা হল জেড।
সূত্রের খবর, এ দিন সকালে দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা নিয়েই বের হন মেয়র। কনভয়ে ছিল -- পাইলট ভ্যান, তারপর মেয়রের গাড়ি, এরপর বুলেট প্রুফ গাড়ি। তার পিছনে তিন-চারটি গাড়ির এসকর্ট। সূত্রের দাবি, বিধানসভা যাওয়ার সময়, মাঝপথেই জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা তুলে নেওয়া হয়। সরে যায় পাইলট ভ্যান, বুলেটপ্রুফ গাড়ি এবং এসকর্ট থেকে একটি গাড়ি।
একদিকে মেয়রের তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা কমে হল জেড। অন্যদিকে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমের নিরাপত্তা ওয়াই থেকে বাড়িয়ে করা হল জেড ক্যাটিগোরি। মেয়র অবশ্য দাবি করেন, তিনি নিরাপত্তা নিয়ে ভাবিত নন। সিকিউরিটি নিয়ে কোনও দিন ভাবিত নই। অভিমানী মেয়র বলেন, যারা ভাবিত হয়েছিলেন তারা বলতে পারবেন। একটা সময় ছিল যখন বাড়ি থেকে বের হলে ফিরব কি না তার ঠিক ছিল না। একদিন রক্তাক্ত হয়ে ফিরি। মা বাবাকে বলেছিল আমাকে দেখে আসতে। বাবা তখন বলেছিলেন, একদিন নিথর দেহও ফিরতে পারে।
এ সব কথা বলতে বলতে গলা বুজে আসছিল মেয়রের। বলেন, আমার ব্যক্তি জীবনে যা ঘটেছে তা যেন সমালোচক, শত্রুদের জীবনেও না ঘটে। আমি এক কাপড়ে বেরিয়ে এসেছি। দক্ষিণ কলকাতায় থাকি। প্রয়োজনীয় অনেক কিছু আছে। সম্মান ও বিশ্বাসযোগ্যতা এই দুটো যেন কখনও প্রশ্নের সামনে না পড়ে। লয়ালটিও।
সম্প্রতি, স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবীর বিরুদ্ধে পর্ণশ্রী থানায় দু-দুটি লিখিত অভিযোগ দায়ের করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। প্রথমটি ১৯ ফেব্রুয়ারি অভিযোগপত্রে শোভন চট্টোপাধ্যায় লেখেন, স্ত্রী রত্নার মদতে তাঁর বাড়িতে অসত্ উদ্দেশ্যে অনুপ্রবেশ করেন স্ত্রীর বান্ধবী ঝুমা সাহা। এরপর ২৪ ফেব্রুয়ারি ফের পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেন মেয়র। তাঁর দাবি, পুলিশকে জানানো সত্বেও ফের তাঁর বাড়িতে জোর করে ঢুকে পড়েন ঝুমা। বাধা দেওয়ায় তাঁর সহকারীকে হুমকি দেওয়া হয়। দেওয়া হয় প্রাণনাশের হুমকিও। এ সব মিথ্যে অভিযোগ বলে উড়িয়ে দিয়েছেন মেয়র পত্নী। এই চাপানউতোরের মাঝেই মেয়রের নিরাপত্তা জেড প্লাস থেকে কমে জেড ক্যাটিগরি করে দিল রাজ্য সরকার।
ষড়যন্ত্রের তত্ত্বও পুরোপুরি খারিজ করলেন না মেয়র। বলেন, আমি সাদা চোখে দেখতে পারছি না। যদি কিছু ঘটে থাকে আজ না কাল সামনে আসবে।
শুনুন মেয়রের প্রতিক্রিয়া--