আজ সন্ধেয় প্রাক্তন অধিনায়ক চা বিস্কুট খেয়েছেন। কথা বলেছেন মেয়ে সানার সঙ্গে। চিকিৎসকরা জানিয়েছেন, আরও ৪ থেকে ৫ দিন তাঁকে হাসপাতালে কাটাতে হবে। Sourav Ganguly Health: সৌরভ জিজ্ঞেস করল, আপনার শরীর ভাল আছে? বললেন মমতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jan 2021 07:37 PM (IST)
তিনি জানিয়েছেন, সৌরভ এখন ভাল আছেন, বুকের ব্যথা আর নেই। চিকিৎসকরা ভাল ব্যবস্থা নিয়েছেন, সৌরভের শারীরিক পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এটা খুব ভাল সিদ্ধান্ত।
কলকাতা: আপনার শরীর ঠিক আছে তো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছেন উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসাধীন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনখড়েও হাসপাতালে গিয়ে সৌরভের সঙ্গে দেখা করেছেন। হাসিমুখে রাজ্যপাল জানিয়েছেন, প্রাক্তন ভারত অধিনায়ক ভাল আছেন। স্টেন্ট বসানোর পর সঙ্কটমুক্ত বিসিসিআই সভাপতি ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর খোঁজখবর নিতে উডল্যান্ডস হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, সৌরভ ভাল আছেন, তাঁর দিকে তাকিয়ে হেসেছেন। বিছানায় শুয়ে শুয়ে তাঁকে প্রশ্ন করেছেন, আপনার শরীর ঠিক আছে তো? এমন একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের এমন অসুখ কী করে হল, প্রশ্ন করেছেন তিনি। মমতা বলেছেন, তিনি শুনেছেন, ওঁরা কখনও টেস্ট করান না। অভিষেক ডালমিয়াকে তিনি বলেছেন, যে কোনও বড় টুর্নামেন্টের আগে ক্রিকেটার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের যেন শারীরিক পরীক্ষা করানো হয়। কেউ ভাবতেই পারেননি, সৌরভের মত কম বয়সী প্রাক্তন ক্রীড়াবিদের এমন সমস্যা হবে। তিনি জানিয়েছেন, সৌরভ এখন ভাল আছেন, বুকের ব্যথা আর নেই। চিকিৎসকরা ভাল ব্যবস্থা নিয়েছেন, সৌরভের শারীরিক পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এটা খুব ভাল সিদ্ধান্ত। রাজ্যপাল জগদীপ ধনখড়ও সস্ত্রীক গিয়েছিলেন উডল্যান্ডসে সৌরভের সঙ্গে দেখা করতে। দেখা করে বেরিয়ে এসে হাসিমুখে তিনি জানান, বিসিসিআই সভাপতি ভাল আছেন, তাঁকে হাসতে দেখে তাঁর উদ্বেগ দূর হয়েছে। হাসপাতাল যেভাবে দ্রুত ব্যবস্থা নিয়েছে তাতে তিনি অত্যন্ত খুশি। সৌরভও বেশ হাসিখুশি রয়েছেন, কোনও টেনশন নেই। হাসপাতালের চিকিৎসকরা অত্যন্ত ভাল, তাঁরা সব জরুরি ব্যবস্থা নিয়েছেন। সৌরভের ঘরে ঢোকার সময় তাঁর উদ্বেগ ছিল কিন্তু ভেতরে ঢুকে যখন দেখেন, তিনি তাঁর স্বাভাবিক হাসিমুখে রয়েছেন, তখনই তাঁর যাবতীয় দুর্ভাবনা দূর হয়ে যায়।