কলকাতা: মোদী সরকারের সঙ্গে চরম সংঘাতের পথে তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রী আগেই বারবার অভিযোগ করেছেন। আর সোমবার বঞ্চনার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে বিধানসভায় একটি প্রস্তাব আনল রাজ্য সরকার।
সেই প্রসঙ্গে বলতে গিয়ে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, আর্থিক দিক থেকে রাজ্যকে বঞ্চনা করছে কেন্দ্র। তাঁর দাবি, আগে কেন্দ্রীয় প্রকল্পে ৯০ শতাংশ টাকা দিত কেন্দ্রীয় সরকার। সেখানে এখন বলছে ৪০ থেকে ৫০ শতাংশ টাকা দিতে হবে রাজ্য সরকারকে।
অর্থমন্ত্রীর আরও অভিযোগ, রাজ্যের কাজ এবং কোন খাতে কত খরচ হচ্ছে, তারওপর নজরদারি করবে কেন্দ্র। তিনি যোগ করেন, বন্যাত্রাণ থেকে গ্রামোন্নয়ন, সবদিক থেকে রাজ্যকে বঞ্চনা করছে কেন্দ্র।
পাল্টা বলতে উঠে, শিলিগুড়ির সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য অভিযোগ করেন, বিরোধীদের দখলে থাকা পঞ্চায়েত ও পুরসভাগুলিকে বঞ্চিত করছে তৃণমূল সরকার। উন্নয়ন খাতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে।
একই সুরে বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তীর অভিযোগ, বিরোধীদের হাতে থাকা পঞ্চায়েত ও পুরসভাগুলিতে সবদিক থেকে বঞ্চনা করছে তৃণমূল সরকার।
সবমিলিয়ে তুঙ্গে উঠে বিধানসভায় বঞ্চনা-বিতর্ক।