কলকাতা: কর্ণাটকে বিএস ইয়েদুরাপ্পা সরকারকে আগামীকাল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তাকে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করে বলেছেন, আগামীকাল আস্থাভোটের পরেই আঞ্চলিক দলগুলি পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে আঞ্চলিক দলগুলিকে নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে জোট গড়তে তৎপর মমতা। কর্ণাটকের বর্তমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেডিএস প্রধান এইচ ডি কুমারস্বামী ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলেছেন তিনি। বহুজন সমাজ পার্টি প্রধান মায়াবতী, ডিএমকে নেতা স্ট্যালিন ও সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব কর্ণাটকের পরিস্থিতি নিয়ে বিজেপি-র সমালোচনা করায় তাঁদের সমর্থন করেছেন মমতা। তাঁর দাবি, কংগ্রেস কর্ণাটকে সরকার গড়ার জন্য জেডিএস-কে সমর্থন করায় বোঝা যাচ্ছে, জাতীয় রাজনীতিতে আঞ্চলিক দলগুলির গুরুত্ব বাড়ছে।
কর্ণাটক নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানালেন মমতা
Web Desk, ABP Ananda
Updated at:
18 May 2018 09:24 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -