কলকাতা:প্রধানমন্ত্রী হতে চাইলে মমতা নিজের যোগ্যতাতেই হতে পারবেন, নোটকাণ্ডে বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে প্রশ্ন তুললেও মুখ্যমন্ত্রীর পাশে যোগগুরু রামদেব। নোট বাতিলকে সমর্থন জানিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না কংগ্রেসকেও।
নোট বাতিলের প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মমতাকে বিঁধতে তাঁর সততা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। আক্রমণ শানাতে ছাড়েনি সিপিএম বা প্রদেশ কংগ্রেসও। যদিও এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন রামদেব। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে যাঁরা অসৎ বলছেন, তাঁদের সঙ্গে একমত নন তিনি। প্রধানমন্ত্রী হতে চাইলে মমতা নিজের যোগ্যতাতেই হতে পারবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় নোট বাতিলের মৌলিক বিরোধী নন, তবে যেভাবে তার প্রয়োগ হচ্ছে, তাতে আপত্তি আছে তাঁর। বললেন বাবা রামদেব। শনিবার ইনফোকম-এর সেমিনারে মুখ্যমন্ত্রীর গুণগান করতে শোনা যায় যোগগুরুকে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সহজ-সরল জীবনযাপন করেন, সাধারণ বাড়িতে থাকেন, হাওয়াই চপ্পল পড়েন। আমি ওনার প্রশংসা করি। আমার মনে হয়, নোট বাতিলের উদ্যোগের বিরুদ্ধে নন তিনি, কিন্তু যে ভাবে তা কার্যকর করা হচ্ছে, তাতে খুশি নন মমতা।
নরেন্দ্র মোদীর নোট বাতিল কর্মসূচির বিরুদ্ধে জাতীয় স্তরে সবচেয়ে বেশি সরব হয়েছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দিল্লি, পটনা, লখনউয়ে সভা করে তিনি তোপ দেগেছেন প্রধানমন্ত্রীকে।
এদিন মোদীর নোট বাতিল কর্মসূচিকে জোরালো ভাষায় সমর্থন করে এর ফলে কালো টাকা, দুর্নীতি ও সন্ত্রাসবাদে আর্থিক মদত পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি করেন রামদেব। তিনিও দাবি করেন, নোটের অভাব থাকায় সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে বটে, কিন্তু এ নিয়ে কাউকে ক্ষোভ, অনুযোগ প্রকাশ করতে দেখা যাচ্ছে না।
রামদেবের দাবি, নোট বাতিল কর্মসূচির বীজ বপন করেছিলাম আমিই। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত আন্দোলন করেছি, সরকারের কাছে ৫০০, ১০০০ টাকার নােট নিষিদ্ধ করার দাবি করেছি, কেননা দুর্নীতি, কালো টাকা, সন্ত্রাসবাদী জঙ্গি তহবিলের মূল উত্স ওগুলিই।
মোদীর প্রশংসার পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে কটাক্ষ করেন রামদেব। বলেন, উনি কোনও ব্যাপারে একটি শব্দও খরচ করেননি, কিন্তু এখন নোট বাতিল নিয়ে কথা বলছেন! এটাই তো নোট বাতিল হওয়ার ফল!