১৯১৪ সালের ৮ জুলাই জন্ম হয় জ্যোতিবাবুর। এই নামেই পরবর্তীকালে সারা দেশে বিখ্যাত হয়ে যান তিনি। এই বামপন্থী নেতা ১৯৭৭ থেকে ২০০০ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনিই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকা ব্যক্তি। ২০১০ সালের ১৭ জানুয়ারি তিনি প্রয়াত হন।
উত্তম-সুচিত্রা জুটি নিয়ে আজও বাংলা ছবির দর্শকদের উন্মাদনা লক্ষ্য করা যায়। ১৯৩১ সালের ৬ এপ্রিল অধুনা বাংলাদেশের পাবনায় জন্ম হয় সুচিত্রার। তিনি বহু বিখ্যাত বাংলা ও হিন্দি ছবিতে অভিনয় করেন। দীর্ঘদিন স্বেচ্ছায় লোকচক্ষুর আড়ালে থাকার পর ২০১৪ সালের ১৭ জানুয়ারি প্রয়াত হন এই নায়িকা।