কলকাতা: নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস পালন অনুষ্ঠানে কেন্দ্র নিশানা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, যারা নেতাজীর জন্মদিনে এখনও জাতীয় ছুটি ঘোষণা করেনি, তাদের থেকে বেশি কিছু আশা করা যায় না।
মমতা বলেছেন, এখন নেতাজীকে উপযুক্ত মর্যাদা দেওয়া হচ্ছে না। নেতাজীর অন্তর্ধান সংক্রান্ত প্রকৃত ঘটনা এখনও জানতে উত্সুক জনগন। কলকাতার রেড রোডে আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়কের ১২১ তম জন্মদিনে তাঁর মূর্তিতে মাল্যদান করেন মমতা। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মমতা বলেছেন, নেতাজীর জন্মদিন এখনও জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়নি। তাঁর প্রশ্ন, বীর স্বাধীনতা সংগ্রামীকে কি এভাবে শ্রদ্ধা জানানো যায় না। রাজ্য সরকার কয়েক বছর আগেই এই দিনটিতে ছুটি ঘোষণা করেছে। কেন্দ্রের শাসক দল নেতাজীকে সম্মান জানাতে পারে না। তাই তাদের কাছ থেকে কোনও কিছু আশা করা ঠিক নয়।
নেতাজীর অন্তর্ধান সংক্রান্ত রহস্যের সমাধানের দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, দেশ জানতে চায় নেতাজীর কী হল। এ ব্যাপারে যে বক্তব্য রয়েছে, তা সবাই বিশ্বাস করে না। শুধুমাত্র একটা অংশই ওই বক্তব্যে বিশ্বাস করে।
নেতাজীর জন্মদিনের অনুষ্ঠানেই যোজনা কমিশন তুলে দেওয়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন মমতা। তিনি বলেছেন, নেতাজীর স্বপ্ন ছিল যোজনা কমিশন। আর বিজেপি ক্ষমতায় এসেই সেই যোজনা কমিশনকেই তুলে দিয়েছে।
উল্লেখ্য, গতসপ্তাহেই নেতাজী ও স্বামী বিবেকানন্দর জন্মদিনকে ছুটির দিন হিসেবে ঘোষণার জন্য ট্যুইট মারফত্ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছিলেন মমতা।
মমতার সুরে সুর মিলিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও বলেছেন, রাজ্যেই এই দাবি কেন্দ্র মানলে তা হবে খুবই ভালো সিদ্ধান্ত। নেতাজী ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেছেন, প্রসঙ্গটি ইতিমধ্যেই কেন্দ্রের কাছে উত্থাপন করেছে রাজ্য। কেন্দ্র মেনে নিলে তা হবে খুবই ভালো সিদ্ধান্ত।