কলকাতা: জিএসটির নাম গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নয়, আসলে তা গ্রেট সেলফিশ ট্যাক্স। বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে সঙ্কটে ফেলতে ও অর্থনীতিকে শেষ করে দিতে এই করব্যবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।


মমতার দাবি, নোটবাতিল বিপর্যয় ছাড়া কিছু নয়। ফেসবুক, টুইটার ব্যবহারকারীদের তাঁর অনুরোধ, ৮ তারিখ নোটবাতিলের বর্ষপূর্তিতে নিজের প্রোফাইল পিকচারের জায়গায় শুধু কালো রং রাখতে যাতে বোঝানো যায়, নরেন্দ্র মোদী সরকারের ওই সিদ্ধান্ত কারও উপকার করেনি।

মুখ্যমন্ত্রী বলেছেন, গ্রেট সেলফিশ ট্যাক্সের কাজ মানুষকে বিপদে ফেলা, চাকরি কমিয়ে দেওয়া, ব্যবসার ক্ষতি করা, অর্থনীতিকে শেষ করে দেওয়া। জিএসটির ফলে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে কেন্দ্র।

দেখুন তাঁর টুইট







তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই জানিয়েছে, নোটবাতিলের প্রতিবাদে ৮ তারিখ কালা দিবস পালন করবে তারা, রাজ্য জুড়ে দেখানো হবে বিক্ষোভ।