কলকাতা: চিকিৎসায় গাফিলতি কিংবা ফুলিয়ে ফাঁপিয়ে বিল বানানো! বেসরকারি হাসপাতালগুলির একাংশের বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনের! এই প্রেক্ষাপটেই এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানালেন, তিনি নিজে বিষয়টি দেখছেন। সূত্রের খবর, ২২ তারিখ টাউন হলে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। এরইসঙ্গে এদিন হাসপাতালে ভাঙচুরেরও তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, জানেন একটা মেশিন কিনতে কত সময় লাগে, অনেক সময় টাকা থাকলেও মেশিন পাওয়া যায় না। যারা গড়তে পারে না, তারাই ভাঙচুর করে। ফ্রি হাসপাতাল দেখেছেন কোনও দিন? কী দরকার নার্সিংহোমে গিয়ে ঝগড়া করার, ভাঙচুর করার। দু’দিন আগেই চিকিৎসার গাফিলতিতে এক কিশোরীর মৃত্যুর অভিযোগ ঘিরে সিএমআরআই হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয়। মৃতের পরিবার দাবি করে, চাহিদা মতো টাকা দিতে না পারায় ওই কিশোরীকে প্রথমে ফেলে রাখা হয়েছিল। যদিও, সিএমআরআই হাসপাতাল কর্তৃপক্ষ এই দাবি অস্বীকার করে। এই চাপানউতোরের মধ্যেই হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয়। যার কড়া নিন্দা করেন মুখ্যমন্ত্রী। এদিকে রোগী ভর্তিকে কেন্দ্র করে বুধবার রাতে এসএসকেএমেও উত্তেজনা তৈরি হয়। এরপর শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে কলকাতা পুলিশ। দুপুরে হাসপাতালের ডিরেক্টর মঞ্জু বন্দ্যোপাধ্যায়ের দফতরে বৈঠকে বসেন ডিসি সাউথ প্রবীণ ত্রিপাঠী। হাসপাতালের তরফে এই বৈঠককে রুটিন বলা হলেও, বুধবার রোগী ভর্তি নিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রোগীর আত্মীয়দের ঝামেলার বিষয়টিকে নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। রাতে হাসপাতালের নিরাপত্তা বাড়ানো, জরুরি বিভাগে আরও পুলিশ, এছাড়াও হাসপাতাল চত্বরে সাদা পোশাকে পুলিশ মোতায়েন সহ একাধিক দাবি এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছে। হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে ফের অভিযান করা হবে বলে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
ভুল চিকিৎসা, ভুয়ো বিল! ২২শে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম কর্তাদের সঙ্গে বৈঠকে মমতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Feb 2017 08:04 PM (IST)