নয়াদিল্লি ও কলকাতা: উপ নির্বাচনে জয়ের পরেই নোট বাতিল ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় মোদী সরকার। নোটকাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পরিকল্পনা তৃণমূল নেত্রীর। দিল্লি রওনা হওয়ার আগে বললেন, আগামীকাল থেকে প্রতিবাদের ঝড় তুলবে তৃণমূল। রাজ্যের সর্বত্রও আন্দোলন হবে। নোট বাতিলের প্রতিবাদে মোদী সরকারের উপর চাপ তৈরি করতে এবার দেশের বিভিন্ন প্রান্তে কর্মসূচি নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা শুরু হচ্ছে দিল্লি থেকে। ২৯ তারিখ সভা করবেন লখনউয়ে। ডিসেম্বরের শুরুতে বিহার-পঞ্জাবে কর্মসূচি। এবারও বিরোধীদের যোগ দিতে আহ্বান জানিয়েছেন মমতা।
আগামীকাল দিল্লির যন্তরমন্তরে সাড়ে বারোটায় প্রতিবাদ কর্মসূচীতে সামিল হবেন মমতা। নোট বাতিলের প্রতিবাদে সামিল হতে তিনি অন্যান্য বিরোধীদলগুলির কাছেও আর্জি জানিয়েছেন। তাঁর অভিযোগ, নোট বাতিলের ফলে সাধারণ মানুষ চরম অসুবিধায় পড়েছেন। এই অবস্থায় সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে পথে নেমে আন্দোলন করতে হবে।
নোট বাতিলের বিরুদ্ধে কাল থেকে প্রতিবাদের ঝড় তুলবে তৃণমূল, বললেন মমতা
রাজধানীতে অন্য দলগুলিতে তাঁর প্রতিবাদ কর্মসূচীতে যোগ দেবে কিনা, এই প্রশ্নের উত্তরে বলেছেন, কোনও দল চাইলেই আসতে পারে। সংসদে বিরোধীরা একযোগে সরকারের বিরোধিতা করবে।
মমতা বলেছেন, দিল্লিতে তাঁর প্রতিবাদের সময় কলকাতাতেও তৃণমূল পথে নেমে নোট বাতিলের প্রতিবাদ জানাবে। এরপর জেলাগুলিতেও বিক্ষোভ দেখাবে তৃণমূল।
রাজ্যের উপনির্বাচনে তৃণমূলের জয় নোট বাতিলের বিরুদ্ধে জনগনের বিদ্রোহ বলে উল্লেখ করে তিনি বলেছেন, বিজেপি সমুচিত জবাব পাবে।
তিন কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর কী প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর শুনুন
নোট বাতিল: কাল থেকে প্রতিবাদের ঝড় উঠবে, বললেন মমতা
ABP Ananda, web desk
Updated at:
22 Nov 2016 06:14 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -